গোপালপুরে শিশু ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার

গোপালপুরে শিশু ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে কওমীয়া মহিলা মাদরাসার চতুর্থ শ্রেণির এক শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার একমাত্র আসামী খলিলুর রহমান (৬০) নামে এক সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দুপুরে আদালতের মাধ্যমে আসামীকে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে। সে হাদিরা ইউনিয়নের ভাদুরীরচর গ্রামের মৃত মসলিম উদ্দিনের ছেলে ও ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

জানা যায়, গত শনিবার সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান মাদরাসার গেট থেকে ওই ছাত্রীকে ডেকে কাছে নেয়। তারপর চকলেট কিনে দেওয়ার কথা বলে কৌশলে ভাদুরীরচর কলেজের পুকুরের কোণায় নির্মিত টিনের তৈরী নির্জন ছাপড়া ঘরে নিয়ে যায়। সেখানে তাকে টাকা ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন কাজ করতে বলে। এতে শিশুটি রাজি না হওয়ায় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে খলিল। পরে শিশুটির চিৎকারে স্থানীয়দের ছুটে আসতে দেখে দৌঁড়ে পালিয়ে যায়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ছাত্রীর মা বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। মামলার একমাত্র আসামী খলিলুর রহমানকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Author Profile

Mostak Hossain
Mostak Hossain
আমাদের এডিটর-ইন-চিফ একজন পাকা সাংবাদিক যিনি শিল্পে বছরের পর বছর অভিজ্ঞতার সাথে। বিশদ বিবরণের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি এবং গল্প বলার প্রতি অনুরাগ সহ, তিনি আমাদের নিউজরুমকে সর্বোচ্চ স্তরের সম্পাদকীয় মান দিয়ে নেতৃত্ব দেন। সংবাদ সংগ্রহ, তথ্য-পরীক্ষা এবং সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণে তার দক্ষতা নিশ্চিত করে যে আমরা প্রকাশ করি প্রতিটি নিবন্ধ ন্যায্য, নির্ভুল এবং প্রভাবশালী। তিনি আমাদের পাঠকদের সবচেয়ে প্রাসঙ্গিক এবং আকর্ষক বিষয়বস্তু প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং তার নেতৃত্ব আমাদের প্রকাশনাকে অসংখ্য পুরস্কার এবং প্রশংসা অর্জন করেছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840