প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসন (২০ এপ্রিল) মঙ্গলবার বিকালে আলমনগর মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে দশ টাকা কেজি দরের ৩০ কেজি ওজনের ৬০ বস্তা অবৈধ চাল আটক করেছেন।
এ ব্যাপারে গোপালপুর থানায় মামলা দায়ের হয়েছে।
গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক জানান, আলমনগর মোড়ে গ্রামবাসিরা ফেয়ার প্রাইজের এক ভ্যান অবৈধ চাল আটক করে প্রশাসনকে খবর দেন। পুলিশসহ সেখানে গেলে ভ্যান চালকের তথ্য মোতাবেক আলমনগর মধ্য পাড়া গ্রামের চাল ব্যবসায়ী আব্দুল কদ্দুসের বাড়িতে অভিযান চালিয়ে ৬০ বস্তা অবৈধ চাল আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাল ব্যবসায়ী কদ্দুস পালিয়ে যায়।
আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
ওসি মোশাররফ হোসেন জানান, উপজেলা খাদ্য কর্মকর্তা আবদুল্লাহ ইবনে হুসাইন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।