সংবাদ শিরোনাম:

গোপালপুর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৩৪০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ও পৌর শাখার সম্মেলনে ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হন খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সম্পাদক হিসেবে নির্বাচিত হন কাজী লিয়াকত এবং শহর বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হন খালিদ হাসান উথান ও সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন মো. চাঁন মিয়া।

২১ অক্টোবর শুক্রবার সকালে খন্দকার আব্দুল মান্নান মেমোরিয়াল স্কুল মাঠে উপজেলা বিএনপি ও পৌর শাখার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপজেলা বিএনপির আহবায়ক খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা বিএনপি যুগ্ন আহবায়ক কাজী শফিকুর রহমান লিটন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি সিনিয়র সদস্য আলহাজ্ব এড. আলী ইমাম তপন, জেলা বিএনপি যুগ্ন আহবায়ক দেওয়ান শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য জিয়াউল হক শাহিন, বিশেষ বক্তা জেলা বিএনপি আইনজীবী ফোরামের সভাপতি এড. ওমরাও খান দিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায় খন্দকার রাসেদুল আলম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ.কে.এম মনিরুল হক (ভিপি মনির), জেলা ছাত্রদলের আহ্বায় বাবু দুর্জয় হোড় শুভ, জেলা ওলামাদলের সদস্য সচিব কাজী আঃ হাই প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপি আহ্বায়ক খালিদ হাসান উথান। সম্মেলনে উপজেলা বিএনপিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme