সংবাদ শিরোনাম:

মধুপুরে কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষিসম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক আহসানুল বাসার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক ( উদ্যান) কৃষিবিদ মাহমুদুল হাসান সহ অন্যান্য কর্মকর্তা। এসময় কৃষিসম্প্রসারণ কর্মকর্তা শাকুরা নাম্নীসহ উপজেলার সকল উপ-সহকারী কৃষিকর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল। অনুষ্ঠানটি সঞ্চচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়া ইভা। এর আগে অতিথিরা কৃষি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme