সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ১৬ সরকারি প্রতিষ্ঠানে উড়ছে না জাতীয় পতাকা টাঙ্গাইলে ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালী কালিহাতীতে আওয়ামীলীগ-সিদ্দিকী পরিবার মুখোমুখি টাঙ্গাইলের তিন উপজেলায় মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু রংপুরে শুরু হয়েছে শেখ হাসিনা অনুর্ধ্ব-১৫ টি টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে সাংবাদিক আতিক জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে ঘাটাইলে সেলাই মেশিন মার্কায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া টাঙ্গাইলে পুটিয়াজানী বাজারে দোকান ঘর ভাঙ্গচুরের অভিযোগ দেবরের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫
কালিহাতীতে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

কালিহাতীতে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দূর্গাপুর ও গোহালিয়াবাড়ী ইউনিয়নের ভৈরববাড়ী ও আলীপুর গ্রামে যমুনা নদীর ভাঙ্গনে গত দুই দিনে প্রায় ১৭ টি বসতবাড়ি ও ২৬ টি দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এ সংবাদ পেয়ে জেলা প্রশাসকের তাৎক্ষণিক নির্দেশে শুক্রবার (৯ জুলাই) বিকেলে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা নদী ভাঙ্গন এলাকা পরির্দশন করেন এবং ক্ষতিগ্রস্থদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত আর্থিক সহায়তা ও ২০০ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী প্রদান করেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেকসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা জানান, গত (৮ ও ৯ জুলাই) উপজেলার গোহালিয়াবাড়ী ও দূর্গাপুর ইউনিয়নের ভৈরববাড়ী ও আলীপুর গ্রামে যমুনা নদীর ভাঙ্গনে প্রায় ১৭ টি বসতবাড়ি ও ২৬ টি দোকান নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার খবর পেয়ে বিষয়টি জেলা প্রশাসককে অবগত করলে তিনি ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দেন। সে মোতাবেক শুক্রবার (৯ জুলাই) বিকেলে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ১৭ টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা এবং ২০০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নদী এলাকার খোঁজখবর জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রশাসন নিয়মিত রাখছে। জেলা প্রশাসকের নির্দেশে পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যেই ভাঙ্গন মোকাবলায় উদ্যোগ গ্রহণ করেছে। যমুনার চলমান ভাঙ্গনে প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময়ই থাকবে।

এ সময় স্থানীয়দের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়েও পরামর্শ প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840