গোপালপুরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত

গোপালপুরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : দ্বিতীয় ধাপে আবারো করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারের সরকারি নির্দেশনা অমান্য করায় কয়েকজনকে জরিমানা করাসহ পথচারীদের বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে গোপালপুর উপজেলা প্রশাসন।

পৌর শহরের বিভিন্ন জনবহুল এলাকায় (৩ এপ্রিল) শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে কয়েকজন পথচারী ও ব্যবসায়ীকে মাস্ক পরিধান না করার অপরাধে অর্থদণ্ডে দণ্ডিত করেছে উপজেলা নির্বাহি অফিসার মো.পারভেজ মল্লিক।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমির খসরু, পৌর মেয়র রকিবুল হক ছানা প্রমুখ।

এসময় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ মাস্ক ব্যবহারে সচেতনামূলক প্রচারণা এবং পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ১৮ দফা নির্দেশনা ঘোষণা দিয়েছেন। সারাদেশের মধ্যে ১৯ জেলায় করোনা পরিস্থিতির অবনতি ঘটেছে। এর মধ্যে টাঙ্গাইল জেলা অন্যতম। এমতাবস্থায় জেলা প্রশাসনের নির্দেশক্রমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে প্রতিদিনই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। ভাইরাসের সংক্রমণ এড়াতে বিনামূল্যে মাস্ক বিতরণ করার পাশাপাশি জনগণকে সচেতন করতে উপজেলার সামাজিক সংগঠন ও মিডিয়াকে কাজে লাগানো হচ্ছে। ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতিও অফিস আদালতে চালু রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840