সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

গোপালপুরে গরুসহ চোর আটক

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৪৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: গোপালপুরের দক্ষিণ পাথালিয়া গ্রাম থেকে গরু চুরির অভিযোগে বনমালী রাঘববাড়ী গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে লুৎফর রহমান কর (৪২) কে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।

এলাকাবাসী জানায়, বুধবার দিবাগত রাতে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় মজিদপুর এলাকায় আসলে স্থানীয় লোকজনের সন্দেহ হলে লুৎফরকে গরুসহ আটক করে পুলিশকে খবর দেয়। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে লুৎফর রহমানের অপর দুই সহযোগী পালিয়ে যায়। পুলিশের মৌখিক জিজ্ঞাসাবাদে গরু চুরির কথা স্বীকার করে লুৎফর রহমান। তার সাথে থাকা দুই সহযোগী দক্ষিণ পাথালিয়া গ্রামের আব্দুল মজিদ ওরফে গেন্দার ছেলে মো. আবুল কালাম ( ৪০) ও একই গ্রামের লালুর ছেলে ফিরোজ (৩৫) বলে জানায়।

দক্ষিণ পাথালিয়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে রনি আহমেদ হীরা জানান, প্রতিদিনের মতো সন্ধ্যায় তার লাল রঙের গাভীটি গোয়ালে বেঁধে দরজা আটকে ঘুমাতে যাই। সেহরি খেতে উঠে গোয়ালের কাছে গেলে দরজা খোলা দেখে ভিতরে যেয়ে দেখি গরুটি নেই। এ সময় চিল্লাচিল্লি শুনে এলাকাবাসী এগিয়ে আসে। পাশের গ্রাম মজিদপুরের লোকজন গরুসহ চোরকে আটক করে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, এই লুৎফর রহমানের নামে মাদক, চুরি, ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। সে চিহ্নিত অপরাধী। কিছুদিন আগে পুলিশ পুরনো মামলায় আটক করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায়। সম্প্রতি জামিনে বেরিয়ে এসে আবারো পুরনো পেশায় যুক্ত হয় লুৎফর রহমান।

এলাকায় অপরাধ ও চুরি বেড়ে যাওয়ায় চরচতিলা বাজারে সম্প্রতি অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় লুৎফর রহমান চিহ্নিত চোর দাবি করে তাকে গ্রেফতার করতে ওসি মো. মোশারফ হোসেনের কাছে মৌখিক দাবি জানিয়ে ছিলো এলাকাবাসী।
এ ব্যাপারে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতিসহ পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme