প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : “স্মার্টফোনের আসক্তি পড়াশোনায় ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে দুই দিনব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বিআরডিবি মাঠে ২১ ডিসেম্বর মঙ্লবার এ মেলার উদ্বোধন করা হয়।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিজ্ঞান উপকরণ নিয়ে উপস্থিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার মো. পারভেজ মল্লিক এর সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম শহীদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. নাজনীন সুলতানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ।