ঘাটাইলে খাদ্য সহায়তা পেল ১৩০ দুস্থ পরিবার

ঘাটাইলে খাদ্য সহায়তা পেল ১৩০ দুস্থ পরিবার

প্রতিদিন প্রতিবেদক : করোনাকালীন সময়ে টাঙ্গাইলের ঘাটাইলে খাদ্য সহায়তা পেল ১৩০ দুস্থ পরিবার।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে বৃহস্প্রতিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খান, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরুজ্জামান মিঞা প্রমূখ।

প্রদানকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, তৈল, লবন, আলু, পিয়াজ, ছোলা ও সাবান।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840