জাতীয় শোক দিবস উপলক্ষে ঘাটাইলে প্রস্তুতিমূলক সভা

জাতীয় শোক দিবস উপলক্ষে ঘাটাইলে প্রস্তুতিমূলক সভা

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঘাটাইলে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

১৫ আগষ্ট নানা কর্মসূচি পালনের লক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন।

সভায় প্রতি বছরের ন্যায় এ বছরেও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিনে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধা গৃহীত হয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে মসজিদে দোয়া মাহফিল, মন্দির ও গির্জায় প্রার্থনাসহ যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের জন্য নানা কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোসা: ফারজানা ইয়াসমিনের এর সভাপতিত্বে সভায় অংশ নেন-স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগে আহবায়ক মো.শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ), ভাইস চেয়ারম্যান কাজী আরজু, থানা অফিসার ইনচার্জ মো.আজহারুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামীলীগের সিয়ির যুগ্ম আহবায়ক ও সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, যুগ্ম আহবায়ক ইঞ্জিয়ার মাসুদুর রহমান আজাদ, ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আজহারুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840