সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

টাঙ্গাইলে এক পুলিশ সদস্য করোনা পজেটিভ

  • আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৫৬২ বার দেখা হয়েছে।

খায়রুল খন্দকার ভূঞাপুর : প্রাণঘাতী করোনা ভাইরাসে টাঙ্গাইলে ভূঞাপুরে নতুন করে এক পুলিশ সদস্য আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে ।

 উপজেলায় নতুন করোনা শনাক্ত হওয়া ব্যক্তি একজন পুলিশ সদস্য (২৮)। তিনি উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের বাসিন্দা।সে গত ৩ মে ঢাকার কর্মস্থল থেকে নিজ বাড়িতে আসেন।
বাড়িতে অসুস্থ বাবা থাকায় কয়েকদিন স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকলেও শরীরে করোনা ভাইরাসের কোন উপসর্গ না থাকায় সম্প্রতি তিনি বের হয়ে ভূঞাপুর গিয়ে কেনাকাটা করেন। এছাড়া গত বুধবার (১৩ মে) স্ত্রী ও দুই শিশু সন্তানকে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে আনা হয়।

এদিকে ঢাকা থেকে পুলিশ সদস্য বাড়িতে আসার খবর পেয়ে করোনা সন্দেহে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা একইদিন (১৩ মে) তার নমুনা সংগ্রহ করেন। পরে শুক্রবার সকালে হাসপাতাল থেকে জানানো হয়, তিনি করোনা পজিটিভ।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা ডা. মহীউদ্দিন বলেন, বুধবার (১৩ মে) উপজেলার ৩০ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে মাইজবাড়ী গ্রামের ওই পুলিশ সদস্যের করোনা পজেটিভ এসেছে। তিনি একজন পুলিশ সদস্য। এ নিয়ে ভূঞাপুর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জনে। এর মধ্যে ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন জানান, ঢাকা ফেরত ওই ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস সংক্রমণের ফলাফল পজিটিভ আসায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশে আক্রান্তের বাড়ি ও আশেপাশের দুইটি বাড়ি এবং একটি মনোহারি দোকান লকডাউন ঘোষণা করা হয়েছে। এসব বাড়ি থেকে ১৪ দিন কেউ বাহিরে যাবে না ও বাহির হতে কেউ প্রবেশ করবে না।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান জানান, গত বুধবার ১২৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে শুক্রবার সকালে নমুনার ফলাফল আসে। এতে নতুন করে ওই দুইজন আক্রান্ত হয়। এ নিয়ে জেলায় ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme