সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা, আটক ৬ ভলেন্টিয়ার ফর বাংলাদেশ টাঙ্গাইল জেলার উদ্যােগে শ্রমজীবী মানুষের মাঝে ছাতা ও শরবত বিতরণ টাঙ্গাইলে সিলেকশনের মাধ্যমে কোন শ্রমিক সংগঠন করতে দেয়া হবে না: এমপি ছানোয়ার হোসেন জোয়াহেরের আইনজীবি সনদ ও মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ছোট মনির এমপি টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের পানি-স্যালাইন-শরবত বিতরণ টাঙ্গাইলে চরম উত্তেজনার মধ্য দিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মহান মে দিবস পৃথকভাবে পালিত টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু কালিহাতীতে প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা লালমাটি যাচ্ছে ইটভাটায়, টাঙ্গাইলের পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি!
টাঙ্গাইলে এনটিভির ১৬ বছর পুর্তি অনুষ্ঠান উদযাপন

টাঙ্গাইলে এনটিভির ১৬ বছর পুর্তি অনুষ্ঠান উদযাপন

প্রতিদিন প্রতিবেদক : বর্নাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে টাঙ্গাইলে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারী টেলিভিশন চ্যানেল এনটিভির ১৭ বছরে পদার্পন ১৬ বছর পুর্তি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে এনটিভি দর্শক ফোরাম টাঙ্গাইল জেলা শাখা।

দর্শক ফোরামের সভাপতি ডাঃ সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গোপালপুর-ভুয়াপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলূর রহমান মিরন,

টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট খান মোহাম্মদ খালেদ ও আতাউর রহমান আজাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সহসভাপতি শামসাদুল আখতার শামীম,

টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, এনটিভি দর্শক ফোরামের সাধারন সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু ,

টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনা শীষ শেখর, টাঙ্গাইল টেলিভিশন ফোরামের সভাপতি মো: নাসির উদ্দিন এবং এনটিভির টাঙ্গাইলের স্টাফ করেসপন্ডেন্ট মহব্বত হোসেন।

সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বলেন, সময়ের সাথে, আগামীর পথে স্লোগানকে সামনে রেখে শুরু থেকেই এনটিভি দর্শকদের মন জয় করে চলেছে।

জনপ্রিয় এই টিভি চ্যানেল বস্তুনিষ্ট সংবাদ ও ভিন্ন ধারার অনুষ্ঠানের মধ্যদিয়ে ১৬ বছর সমাপ্ত করেছে। এটি নিঃসন্দেহে আনন্দের। সারা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে এনটিভি আগামীতেও প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে মনে করেন তানভীর হাসান ছোট মনির।

টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন বলেন, দেশের নানা প্রান্তের নানা সমস্যা গুলো এনটিভিতে উঠে আসে। এতে একদিকে যেমন সমস্যার সমাধান আসে অপরদিকে সাধারন মানুষ উপকৃত হয়। আর এটা মিডিয়ার অন্যতম দায়িত্ব। আগামীতে এনটিভি আরো বস্তুনিষ্ট সংবাদ ও সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিবে বলে আশা করেন তিনি।

আলোচনা সভা শেষে অতিথিরা ১৭ পাউন্ডের একটি কেক কেটে একে অপরকে খাইয়ে বর্ষপুর্তি অনুষ্ঠান উদযাপন করেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840