প্রতিদিন প্রতিবেদক : সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও জেলা বিএনপির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহরের পদ্মমনি (বড়) পুকুর পাড়ে এ বৃক্ষ রোপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এসময় আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সহ সভাপতি সাদেকুল আলম খোকা, আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, আনিসুর রহমান, সাংগাঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে মনিরুল হক, দপ্তর সম্পাদক মির্জা শাহীন, সদর উপজেলা বিএনপি’র সিনি: সহ সভাপতি সৈয়দ শাহীন, সাধারণ সম্পাদক আসগর আলী, পৌর বিএনপি’র সিনি: সহ সভাপতি শামসুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, জেলা যুবদলের আহবায়ক আবদুল্রাহ্ কাফী শাহেদ, মনিরুজ্জামান জুয়েল, সৈয়দ শাতিল, সজল তানভীর, জেলা শ্রমিক দলের সিনি: সহ-সভাপতি আবু সাঈদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এড. শাজাহান কবীর, মৎস্যজীবি দলের সদস্য সচিব মোস্তফা কামাল, জেলা ছাএদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ, সদস্য সচিব আঃ বাতেন, মহিলা দলের সভানেএী নিলুফার ইয়াসমিনসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ বান্ধব নিম গাছের চারা রোপন করা হয়।