টাঙ্গাইলে পুলিশ মেমোরিয়াল ডে পালন

টাঙ্গাইলে পুলিশ মেমোরিয়াল ডে পালন

প্রতিদিন প্রতিবেদক: ফুলেল শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ সভার মধ্য দিয়ে টাঙ্গাইলে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) দুপুরে পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে জেলা পুলিশ স্মরণ সভার আয়োজন করে। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

এ সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কম্যাড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলাম, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কম্যাড্যান্ট (পুলিশ সুপার) মো. ইমামুর রশীদ, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন, পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমীন, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।

স্মরণ সভায় পুলিশের আইজিপি ও জেলা পুলিশের পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী টাঙ্গাইলের ৮২ জন পুলিশ সদস্যের পরিবারের হাতে ক্রেস্ট এবং উপহার তুলে দেওয়া হয়।

এর আগে পুলিশ লাইন শহীদ বেধীতে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের সম্মানে জেলা পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840