সংবাদ শিরোনাম:
ভূঞাপুর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা সোবহান ও অফিস সহকারী ফরিদের দুর্নীতির অভিযোগ দুদকে (১) কালিহাতীতে ইসলামী আন্দলোনের সম্মেলন অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে কাশিনগর যুব সংঘের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন

টাঙ্গাইলে ফুটবল ফেস্টিভ্যাল ২০২৫ এর শুভ উদ্বোধন

  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ বার দেখা হয়েছে।

মো: সোহেল রানা : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে টাঙ্গাইলে ফুটবল ফেস্টিভ্যাল ২০২৫ শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। বুধবার (২২ জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহিদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২৪-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমিন কবির, জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন, টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও সাবেক জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এ্যাড. আলী ইমাম তপন, জেলা যুবদলের সদস্য সচিব তৈহিদুল ইসলাম বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মনিরুল ইলামসহ ১২টি উপজেলা দলের অফিসিয়াল , খেলায় অংশগ্রহনকারী খেলোয়ার ও অভিবাবকবৃন্দ প্রমুখ।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ টুর্নামেন্ট চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টে ১২টি উপজেলার একটি করে বালক ও বালিকা এবং টাঙ্গাইল পৌরসভার দল সহ মোট ২৬টি দল অংশগ্রহণ করছে।

পরে সার্কিট হাউজে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ে বাস্তবায়নে তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” বিষয়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচারক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুনসহ ১২ টি উপজেলার নির্বাহী অফিসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme