সংবাদ শিরোনাম:
কালিহাতীতে ইসলামী আন্দলোনের সম্মেলন অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে কাশিনগর যুব সংঘের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন টাঙ্গাইলে লাইসেন্সবিহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, থানায় মামলা

টাঙ্গাইলে যুগ্ন সচিব পরিচয়দানকারী দুই প্রতারকের দন্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ৮৯৬ বার দেখা হয়েছে।

মাসুদুল হক : টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাদের সাথে অশোভ আচরণ করায় যুগ্ন সচিব পরিচয়দানকারী দুই প্রতারকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে এক লক্ষ টাকা উদ্ধার করা হয়।

পরে তাদের ভ্রম্যমান আদালত-এর মাধ্যমে কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টাঙ্গাইল ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভূমি অধিগ্রহণ অফিসার সুখময় সরকার।

দন্ডপ্রাপ্তরা হলো, দিনাজপুর জেলার খানসাবা উপজেলার পাঠানপাড়া গ্রামের মৃত-ইসমাইল হোসেন খান-এর ছেলে মো. আশরাফ আলী খান (৫০) ও গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার উত্তর পাইকড়া এলাকার হেলাল উদ্দিন আকন্দ-এর ছেলে মুমিন আকন্দ (৩৪)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুখময় সরকার জানান, মো. আশরাফ আলী বিভিন্ন চাকুরী প্রত্যাশীদের প্রতারন করার উদ্দেশ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন সে নিজেকে যুগ্মসচিব পরিচয় দিয়ে জেলা প্রশাসকের সাথে দেখা করতে চান।

গনশুনানী চলার সময় তিনি নিজেকে যুগ্মসচিব পরিচয় দিলে জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখার কর্মচারীদের সন্দেহ হয়। পরে জোর করেই জেলা প্রশাসকের কক্ষে গিয়ে অনংলগ্র আচরন করেন।

জেলা প্রশাসকের সন্দেহ হলে জেলা প্রশাসক পুলিশকে ডাকেন পরে এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রেট এবং টাঙ্গাইল সদর থানার কর্মকর্তাদের উপস্থিতিতে এই প্রতারক চক্রের মুখোশ বেরিয়ে আসে।

পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ও ১৮৯ এর ধারা লংঙ্গনের দায়ে প্রতারক আশরাফ আলী খান কে ১ বছরের কারাদন্ড এবং দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারা লংঙ্গনের দায়ে প্রতারক সহযোগী মুমিন আকন্দকে ১ মাসের কারাদন্ড প্রদান করেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme