সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে র‌্যাবের জনসচেতনতামূলক অভিযান

টাঙ্গাইলে র‌্যাবের জনসচেতনতামূলক অভিযান

tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে বিভিন্ন প্লেকার্ডে সচেতনতামূলক লেখা প্রদর্শন করে জনগণকে সচেতন করতে র‌্যাবের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রোববার (২৯ মার্চ) র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত টাঙ্গাইলে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

সকাল থেকে শহরের নিরালা মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, বটতলা, নতুন বাসস্ট্যান্ড, নিউ মার্কেটসহ বিভিন্ন এলাকায় সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেলা, ওষুধের দোকান ও কাঁচা বাজার গুলোতে নির্দিষ্ট দুরত্ব বজায় রাখা, অযথা বাড়ির বাইরে কাউকে না আসার নির্দেশ দেন।

র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, আপনারা সামাজিক দুরত্ব বজায় রেখে চলুন। অযথা বাড়ির বাইরে বের হয়ে আপনি এবং আপনার পরিবারকে বিপদে ফেলবেন না। আপনারা প্রশাসনের কথা মেনে চলৃুন। বাড়ির ভিতরে থাকুন, নিজে সুস্থ্য থাকুন, অন্যকে সুস্থ্য রাখতে সহায়তা করুন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840