সংবাদ শিরোনাম:
কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ ধনবাড়ীতে কিশোরীকে চেয়ারে বেধে বাবা, সৎ মা ও ভাই মিলে নির্যাতনের অভিযোগ  কালিহাতীতে যুবকে কুপিয়ে হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার।  মধুপুরে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া শিক্ষার্থীর সহপাঠীদের নামে হত্যা মামলা,এলাকায় তোলপাড় সখীপুরে ৬০ টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৬০ লাখ টাকা অনুদানের চেক বিতরণ  বিএনপি,র সাবেক নেতার বিরুদ্ধে আপত্তিকর বক্তেব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে বিএনপির নেতার কারখানায় ডাকাতি। জেলা বিএনপি ঘটনাস্থল পরিদর্শন 

টাঙ্গাইলে সাবেক এমপি রানা ও নাহার আহমেদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

  • আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৮০৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে হাইব্রিড নেতাদের কারনে আওয়ামী লীগ চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে অভিযোগ করেছেন টাঙ্গাইল-০৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, হাইব্রিড মার্কা আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যা লুট, চাঁদাবাজি ছিনতাই রাহাজানি ও টেন্ডারবাজির মাধ্যমে টাঙ্গাইলে অন্যায়ের রাজত্ব কায়েম করেছে।

লিখিত বক্তব্যে টাঙ্গাইলে আলোচিত খান পরিবারের সদস্য ও সাবেক এই সংসদ সদস্য অভিযোগ করেন, ষড়যন্ত্রমুলক হত্যা মামলা দায়ের করে তাদেরকে রাজনীতি থেকে দুরে সরিয়ে রাখা হয়েছে। আর এ সুযোগে এক সময়ের গামছা মার্কার চিহ্নিত কিছু লোক আওয়ামী লীগে প্রবেশ করে দলের ক্ষতিসাধন করছে। তার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, গত ১ জুন আমার বিরুদ্ধে মিথ্যা, ষড়যন্ত্রমূলক তথাকথিত সংবাদ সম্মেলনের অভিযোগ করা হয়, আমি নাকি তপন রবিদাস নামে এক ব্যক্তিকে রিভলবার ঠেকিয়ে হত্যার হুমকি প্রদান করেছি। এমনকি ২৪ ঘন্টার মধ্যে শহর ছেড়ে চলে যেতে বলেছি। তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃতপক্ষে তপন রবিদাস নামে কোন ছেলেকে আমি চিনি না। কখনো দেখিও নাই। এটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক সাজানো নাটক, যার কুশীলবরা পর্দার আড়ালে রয়েছেন।
টাঙ্গাইলে হত্যা, লুট, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, টেন্ডারবাজির মাধ্যমে অন্যায়ের রাজত্ব কায়েমকারী হাইব্রিড মার্কা আওয়ামী লীগারদের বিরুদ্ধে প্রশাসনিক এবং দলীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি করেন তিনি।

উল্লেখ্য টাঙ্গাইলে আলোচিত মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যার অন্যতম আসামী হলেন সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। এছাড়াও এ মামলায় তার তিন ভাই আসামী। জামিনে মুক্তি পাবার প্রায় দুই বছর পর তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ আনলেন। সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিত এড়াতে অতিরিক্ত আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

এদিকে সংবাদ সম্মেলনের পর পরই নিহত মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামীদের বিচার চেয়ে একই স্থানে সাংবাদিক সম্মেলন করেন মামলার বাদি ও নিহত মুক্তিযোদ্ধার সহধর্মীনি নাহার আহমেদ। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনেও বিচারের রায় না হওয়াতে সন্ত্রাসীরা পুনরায় টাঙ্গাইলকে অশান্তির নগরীতে রুপ দিচ্ছে। সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার নেতৃত্বে পুরো টাঙ্গাইলে আবার অস্ত্রের ঝনঝনানি শুরু হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme