সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে সবার মনোনয়ন বৈধ কালিহাতীতে পৌলীতে রেল সেতুর দুই পাশে বালু বিক্রির মহোৎসব মাদরাসা ছাত্রীর প্রেমের টানে ও ঘর বাঁধতে টাঙ্গাইলে আরেক ছাত্রী মধুপুরে জৈব কৃষি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত তীব্র গরম ও তাপদাহে অতিষ্ঠ মধুপুরবাসী বাড়ছে নানা রোগ সখীপুরে প্রকৃতি ও শান্তি সংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ টাঙ্গাইলের বাসাইল থেকে ৪৯ কেজি গাঁজা সহ ০৪ মাদক ব্যবসায়ী আটক পৌর উদ্যানের শতবর্ষী গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন  টাঙ্গাইলে পারিবারিক কলহে পিতাকে পিটিয়ে আহত করেছে ছেলে সিরাজগঞ্জে পুলিশের উপর হামলা, মদ ও অস্ত্রসহ আ.লীগ নেতার স্ত্রী আটক
টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

টাঙ্গাইল

নিজেস্ব প্রতিবেদক : ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় টাঙ্গাইল জেলার আউটার স্টেডিয়ামে শুরু হয়েছে সাতদিনব্যাপী কারাতে প্রশিক্ষণ।
শনিবার ( ১৮ ফেব্রুয়ারী) টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

টাঙ্গাইল সদর উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫০ জন বালক এবং ৫০ জন বলিকা অংশ নেয় এই প্রশিক্ষণে। কোচের দায়িত্ব পালন করবেন একসিস ইয়োগা সেন্টার এর নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম লাবলু। প্রধান অতিথির বক্তব্যে মোঃ ওলিউজ্জামান বলেন, বর্তমান সময়ে পড়াশুনাকে গুরুত্ব দিতে গিয়ে বাচ্চারা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। এতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। তাই প্রত্যেক অভিভাবকের উচিৎ বাচ্চাদের পড়শুনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণেও সমান গুরুত্ব দেয়া। প্রশিক্ষণের আয়োজক আল-আমিন জানান, কারাতে প্রশিক্ষণের মাধ্যমে শিশু কিশোরদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর চেস্টা করছি আমরা। কারাতে প্রশিক্ষণের পাশাপাশি অংশগ্রহণকারীদের ব্যায়াম, ইয়োগা, খাদ্যাভ্যাস, প্রাথমিক চিকিৎসা এবং নৈতিক শিক্ষা বিষয়ক ধারনা দেয়া হবে। এছাড়া প্রশিক্ষণ শেষে আমরা কারাতে প্রতিযোগিতার আয়োজন করবো। এতে প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় পর্যায়ের অংশ নেয়ার সুযোগ পাবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840