সংবাদ শিরোনাম:
না ফেরার দেশে সালমান খানের সহ-অভিনেতা মুকুল দেব বাবা-মায়ের সঙ্গে মামার বাড়ি যাওয়া হলোনা সাফওয়ানের কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২ আহত অন্তত ১০ মধুপুরবাসীর সেই কাঙ্খিত “আলোকিত মধুপুর” বাস সার্ভিসের উদ্বোধন সিরাজগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলা: সাবেক এমপি আজিজের ৩ দনিরে রিমান্ড রাজপাহাড়’—স্নেহ ও সখের প্রতীক এক বিশাল গরু কালবেলার কালিয়াকৈর প্রতিনিধি মনিরুজ্জামান নিখোঁজ থানায় জিডি ডাকাত আতঙ্কে মসজিদে মসজিদে মাইকিং,পাড়া ও মহল্লায় সতর্ক অবস্থে এলাকাবাসী পারিপার্শ্বিকের কারণে, পড়াশুনার কারণে, দারিদ্রতার কারণে এবং  রিলেশনশিপের কারণেও অনেকেই জীবন ত্যাগ করছে : উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ টাঙ্গাইলের ঘাটাইলে মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বয়ে সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গাইল বধ্যভূমিতে কালরাতে আলোর মিছিল

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৪৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ২৫ মার্চ কালরাতে আলোর মিছিল নিয়ে বধ্যভূমিতে টাঙ্গাইলে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় প্রথম আলো বন্ধুসভা, জগন্নাথ হল অ্যালমনাই অ্যাসোসিয়েশন, নগর নাট্যদল, দশমিক ফাউন্ডেশন, সম্মিলিত সাংস্কৃতিক সমাজ, শেকড়, শিশুদের জন্য ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মোমবাতি হাতে আলোর মিছিল নিয়ে শহরের জেলা সদর পানির ট্যাংকের কাছে ৭১এর বধ্যভূমিতে যায়।

এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সেখানে মোমবাতি প্রজ্বলন ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

বধ্যভূমি চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার, সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ শাহবুদ্দিন, সরকারি কৌশুলি (পিপি) এস আকরব খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি ও নাহার আহমেদ, প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর, বন্ধুসভার উপদেষ্টা জিনিয়া বখ্শ প্রমুখ।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় জেলা সদর পানির ট্যাংকের পাশের এই বধ্যভূমিতে অসংখ্য মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষদের পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা হত্যা করে। বিগত ২০০৩ সাল থেকে প্রথম আলো বন্ধুসভা এই বধ্যভূমিটি সংরক্ষণের দাবিতে প্রতি বছর ২৫ মার্চ কালরাতে আলোর মিছিলের আয়োজন করে আসছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme