ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় বিষয়ে টাঙ্গাইলে সেমিনার

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় বিষয়ে টাঙ্গাইলে সেমিনার

tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে টেকসই ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক সেমিনার বুধবার (০৪ মার্চ) টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যৌথ আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বজলুর রশিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা সব্র্রত কুমার সিকদার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি প্রমুখ।

সেমিনারে ইউনিয়ন ডিজিটাল সেণ্টারের উদ্যোক্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840