নাটাবের আলোচনা সভা অনুষ্ঠিত

নাটাবের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্টপোষকতা নিয়ন্ত্রণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে সিভিল সার্জন অফিসে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া।

নাটাব টাঙ্গাইল জেলা শাখার সভাপতি খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডা. শম্ভুনাথ চক্রবর্তী, স্মরণীর নির্বাহী পরিচালক মঞ্জু রানী প্রমাণিক, নাটাবের টোবাকো কন্টোল প্রজেক্টের প্রজেষ্ট ম্যানেজার ফিরোজ আহমেদ, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রব প্রমুখ। এসময় টাঙ্গাইল পৌরসভার প্রতিনিধিসহ নাটাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840