ভাসানী বিশ্ববিদ্যালয়ে ১৫ আগস্ট প্রেক্ষাপট ও পূর্বাপর শীর্ষক আলোচনা সভা

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ১৫ আগস্ট প্রেক্ষাপট ও পূর্বাপর শীর্ষক আলোচনা সভা

প্রতিদিন প্রতিবেদক, মাভাবিপ্রবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘১৫ আগস্টঃ প্রেক্ষাপট ও পূর্বাপর’ শীর্ষক এক আলোচনা সভা রবিবার বিকাল ৪ টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহোচর, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি। সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জাতীয় শোক দিবস আলোচনা অনুষ্ঠান আয়োজন উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম। সঞ্চালনা করেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফয়জুন নাহার মিম।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840