সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ১৬ সরকারি প্রতিষ্ঠানে উড়ছে না জাতীয় পতাকা টাঙ্গাইলে ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালী কালিহাতীতে আওয়ামীলীগ-সিদ্দিকী পরিবার মুখোমুখি টাঙ্গাইলের তিন উপজেলায় মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু রংপুরে শুরু হয়েছে শেখ হাসিনা অনুর্ধ্ব-১৫ টি টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে সাংবাদিক আতিক জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে ঘাটাইলে সেলাই মেশিন মার্কায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া টাঙ্গাইলে পুটিয়াজানী বাজারে দোকান ঘর ভাঙ্গচুরের অভিযোগ দেবরের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫
শহরে নব্য আ’লীগের সাথে আওয়ামী লীগের সংঘর্ষে গুরুতর আহত ৩, বাড়িঘর ভাংচুর

শহরে নব্য আ’লীগের সাথে আওয়ামী লীগের সংঘর্ষে গুরুতর আহত ৩, বাড়িঘর ভাংচুর

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইল পৌর এলাকা কাগমারায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন বিএনপি থেকে যোগদান করা নব্য আওয়ামী লীগ নেতা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ন রশীদ আকন্দ সোনা এবং অপর পক্ষের নেতৃত্বে আছেন একই ওয়ার্ডের সাধারন সম্পাদক ও সাবেক কাউন্সিলর হেলাল ফকির। সংঘর্ষে হেলাল ফকির (৫৫) ও তার ছেলে ইব্রাহিম ফকির (২৩) এবং হুমায়ুন রশিদ আকন্দ সোনার মামাতো ভাই আব্দুল্লাহ আকন্দ (৩২)। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ রোডস্থ জেলা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন ইয়াকুবের মোটরগ্যারেজের সামনে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কাগমারা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, বিএনপির ডাকা ৭২ ঘণ্টার অবরোধের প্রথমদিনে মঙ্গলবার (৩১ অক্টোবর) আওয়ামীলীগের অবরোধ বিরোধী মিছিলে কথা কাটাকাটির জের ধরে দুই গ্রুপের সংঘর্ষ তিনজন আহত হয়। তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে বিএনপি আহূত ৭২ ঘণ্টার অবরোধ বিরোধী মিছিল করতে ৩নং ওয়ার্ডের সভাপতি মো. হুমায়ুন আকন্দ সোনা এবং সাধারণ সম্পাদক মো. হেলাল ফকির তাদের অনুসারীদের নিয়ে যায়। বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে অবরোধ বিরোধী মিছিল শেষে ফেরার পথে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে চলন্ত অবস্থায় সাধারণ সম্পাদক হেলাল ফকিরের অনুসারীরা সভাপতি হুমায়ুন রশিদ আকন্দ সোনার মোটরসাইকেল বহরের কর্মীদের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এতে দুই পক্ষের কয়েকটি মোটরসাইকেল রাস্তায় পড়ে কয়েক কর্মী সামান্য আহত হয়। তাৎক্ষণিকভাবে শহর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর উভয় পক্ষের মধ্যে সমঝোতা করে দেন।
মঙ্গলবার দুপুরে ওই ঘটনার জের ধরে আদালত প্রাঙ্গণে ওয়ার্ড সাধারণ সম্পাদক হেলাল ফকিরের কথিত সেরেস্তার সামনে সভাপতি হুমায়ুন রশিদ আকন্দ সোনার আকন্দের মামাতো ভাই আব্দুল্লাহ আকন্দকে আটকে রেখে মারপিট করে। খবর পেয়ে সভাপতির অনুসারীরা ঘটনাস্থলে গিয়ে হেলাল ফকিরের অনুসারীদের উপর হামলা করে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় সাধারণ সম্পাদক হেলাল ফকির ও তার ছেলে ইব্রাহিম ফকির এবং সভাপতির মামাতো ভাই আব্দুল্লাহ আকন্দ আহত হয়।
এ বিষয়ে ওয়ার্ড সভাপতি হুমায়ুন রশিদ আকন্দ সোনা জানান, অবরোধ বিরোধী দলীয় মিছিলে তিনি শতাধিক মোটরসাইকেলসহ অনুসারীদের নিয়ে অংশ গ্রহন করেন। প্রথম ঘটনাটি তাৎক্ষণিকভাবে পৌর মেয়র সমাধান করে দেন। তিনি বাড়িতে যাওয়ার সময় প্রতিপক্ষরা তার উপর হামলা করে। পরে তাকে রক্ষা করার জন্য তার অনুসারীরা উল্টো হামলা করে।
টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশ, স্থানীয় পর্যায়ে দলীয় আধিপত্য বিস্তার নিয়ে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন রশীদ আকন্দ সোনা ও সাধারণ সম্পাদক হেলাল ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ইতোপূর্বে সাধারণ সম্পাদকের ছেলে ইব্রাহিম ফকির একই ওয়ার্ডের সভাপতির ভাতিজাকে কুপিয়ে আহত করে। ওই ঘটনা থেকে উভয়ের মধ্যকার বিরোধ প্রকাশ্যে আসে।
উল্লেখ্য, হুমায়ন রশীদ আকন্দ সোনা ছিলেন বিএনপি নেতা। টাঙ্গাইল পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। সোনা দল থেকে পদত্যাগ করেনি। দলও তাকে বহিষ্কার করেনি। তিনি এই অবস্থায় গত গত বছরের মার্চ মাসে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান।
এ নিয়ে সে সময় রাজনৈতিক মহলে আলোচনার ঝড় শুরু হয়। বিএনপির নেতাকে দলের পদ দেওয়ায় আওয়ামী লীগের অনেক নেতাই ক্ষুদ্ধ হন।
ওই ওয়ার্ডের একাধিক আওয়ামী লীগ নেতাকর্মী জানান, হুমায়ন রশীদ আকন্দ সোনা আর্থিকভাবে অনেক শক্তিশালী, তাই টাকা পয়সা খরচ করে অনেক নেতার আস্থা অর্জন করতে পেরেছেন। আর সেই নেতাদের ম্যানেজ করেই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদ নিতে পেরেছেন। তখন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে অনেক পুরোনো ও ত্যাগী নেতা কমিটিতে স্থান না পেলেও বিএনপি নেতা হুমায়ন রশীদ আকন্দ সোনাকে সভাপতি হিসেবে ঘোষনা দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840