সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে সবার মনোনয়ন বৈধ কালিহাতীতে পৌলীতে রেল সেতুর দুই পাশে বালু বিক্রির মহোৎসব মাদরাসা ছাত্রীর প্রেমের টানে ও ঘর বাঁধতে টাঙ্গাইলে আরেক ছাত্রী মধুপুরে জৈব কৃষি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত তীব্র গরম ও তাপদাহে অতিষ্ঠ মধুপুরবাসী বাড়ছে নানা রোগ সখীপুরে প্রকৃতি ও শান্তি সংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ টাঙ্গাইলের বাসাইল থেকে ৪৯ কেজি গাঁজা সহ ০৪ মাদক ব্যবসায়ী আটক পৌর উদ্যানের শতবর্ষী গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন  টাঙ্গাইলে পারিবারিক কলহে পিতাকে পিটিয়ে আহত করেছে ছেলে সিরাজগঞ্জে পুলিশের উপর হামলা, মদ ও অস্ত্রসহ আ.লীগ নেতার স্ত্রী আটক
সখীপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সখীপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও বিকেলে বেসরকারি সংস্থা গুড নেইবারস পৃথকভাবে নানা কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালন করে।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও ফারজানা আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

এদিকে বিকেলে উপজেলার কালিয়ান পাড়ায় বেসরকারি সংস্থা গুড নেইবারসের কার্যালয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সিডিপির ব্যবস্থাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, গজারিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মজিবুর রহমান, সুমি আক্তার প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840