সখীপুরে লাগসই প্রযুক্তি ও সম্প্রসারন শীর্ষক সেমিনার

সখীপুরে লাগসই প্রযুক্তি ও সম্প্রসারন শীর্ষক সেমিনার

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিএসএসআইআর) বাস্তবায়নে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি ও সম্প্রসারু শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৮ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম। আলোচনা করেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোঃ জামিলুর রহমান, সায়েন্টিফিক অফিসার মোঃ রিফাত হোসেন ও আমিন হোসেন। এময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা স্বাস্থ্য অফিসার মোঃ রুহুল আমীন মুকুল, উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরু কুমার সাহা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রাফিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ঝিল্লুর রহমান আনম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেন, বিআরডিবি’র চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফিরোজা আক্তার, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা অফিসার জাকিয়া জান্নাত বিথী, উপজেলা তথ্য অফিসার ইশরাত জাহান বিথী প্রমুখ। প্রদর্শনীতে বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল অংশগ্রহণ করে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840