সংবাদ শিরোনাম:
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত মির্জাপুরের একটি বিল থেকে মানব কঙ্গাল উদ্ধার মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে শহরের ব্যস্ততম চারটি স্থানে এমপি শুভর নলকুপ স্থানের উদ্যোগ টাঙ্গাইলের মধুপুরে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষিকা মেয়ে ও জামাতার নির্যাতনে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকাণ্ডে পাল্টাপাল্টি অভিযোগ! টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশে মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ
সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল, সম্পাদক সাজ্জাত

সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল, সম্পাদক সাজ্জাত

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২১-২০২৩) কার্যকরি কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার প্রেসক্লাব মিলনায়তনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে প্রথম আলোর সখীপুর প্রতিনিধি ইকবাল গফুর সভাপতি ও যায়যায়দিনের সখীপুর প্রতিনিধি সাজ্জাত লতিফ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

এছাড়া সহ-সভাপতি পদে নয়াদিগন্তের সখীপুর প্রতিনিধি তাইবুর রহমান, আমাদের সময়ের প্রতিনিধি ফজলুল হক বাপপা, বাংলাদেশ সমাচার প্রতিনিধি মতিউর রহমান, যুগ্ম সম্পাদক পদে বাংলাদেশ খবরের প্রতিনিধি সাইফুল ইসলাম সানি, দৈনিক জনতার প্রতিনিধি জুয়েল রানা, অর্থ সম্পাদক পদে আজকালের খবরের প্রতিনিধি নজরুল ইসলাম নাহিদ, সাহিত্য ও ক্রিড়া সম্পাদক পদে জুলহাস গায়েন, দপ্তর সম্পাদক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি ইসমাইল হোসেন নির্বাচিত হয়।

বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে পাঁচটায় প্রধান নির্বাচন কমিশনার টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা ফলাফল ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর, সহকারি নির্বাচন কমিশনার সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840