সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সখীপুরে মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সখীপুরে মানববন্ধন

প্রতিদিন প্রতিবেদক : বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের ওপর হামলার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে সখীপুর প্রেসক্লাব।

আজ মঙ্গলবার বেলা ১১টায় সখীপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিকরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে সখীপুর প্রেসক্লাব’র সভাপতি শাকিল আনোয়ার, সাবেক সভাপতি ইকবাল গফুর, সহ-সভাপতি মতিউর রহমান, তাইবুর রহমান, সাংবাদিক ফজলুল হক বাপপা, সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি সাজ্জাত লতিফ, সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

এ সময় সাংবাদিক নেতারা পেশাগত দায়িত্ব পালনকালে এনায়েত করিম বিজয়ের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান ।

ওই হামলার শিকার সাংবাদিক এনায়েত করিম বিজয় বলেন, এ ঘটনায় গত সোমবার বাসাইলের কাউলজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরীকে প্রধান আসামী করে ১২ জনের নামে বাসাইল থানায় মামলা হয়েছে।

এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত: গত ৭ ফেব্রুয়ারি রোববার সকালে বাসাইলের কাউলজানি ইউনিয়ন পরিষদের সঙ্গে ওই গ্রামের স্থানীয় এক সংখ্যালঘু পরিবারের লোকজনের জমি নিয়ে বিরোধে সংঘর্ষের খবর সংগ্রহে গিয়েছিলেন এনায়েত করিম। সেখানে তিনি চেয়ারম্যানের লোক দ্বারা হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840