সংবাদ শিরোনাম:
মাভাবিপ্রবিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা পাসপোর্ট টু আর্নিং অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত মির্জাপুরের একটি বিল থেকে মানব কঙ্গাল উদ্ধার মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে শহরের ব্যস্ততম চারটি স্থানে এমপি শুভর নলকুপ স্থানের উদ্যোগ টাঙ্গাইলের মধুপুরে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষিকা মেয়ে ও জামাতার নির্যাতনে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকাণ্ডে পাল্টাপাল্টি অভিযোগ! টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশে মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা
স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের সামনে কে এই বৃদ্ধ জানে না কেউ

স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের সামনে কে এই বৃদ্ধ জানে না কেউ

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাই‌লের গোপালপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের সামনের ব্রি‌জের ওপর পড়ে আছেন এক বৃদ্ধ‌ (৭০)। কিন্তু কে তিনি, কেন পড়ে আছেন এভাবে, সে বিষয়ে কেউ কোনো তথ‌্য জানাতে পারেননি। গত ৬-৭ দিনেও তার পরিচয় জানতে কিংবা তাকে সহযোগিতা করতেও কেউ এগিয়ে আসেননি। স্থানীয়‌দের ধারণা বৃদ্ধ চি‌কিৎসা নিতে হাসপাতা‌লে গি‌য়ে‌ছি‌লেন। কিন্তু ভ‌র্তি না হ‌তে পে‌রে ব্রি‌জের ওপর শু‌য়ে র‌য়ে‌ছে। তারা বলছেন, ক‌য়েক‌দিন ধরে এই বৃদ্ধ চাদর জ‌ড়ি‌য়ে শুয়ে আছেন। কেউ কিছু জিজ্ঞাসা কর‌লেও তি‌নি কিছু বল‌তে পার‌ছেন না।

স্থানীয় এক সংবাদকর্মী ব‌লেন, ‘সংবাদ সংগ্রহের জন‌্য হাসপাতাল এলাকায় গেলে একজন চা দোকানি এই বৃ‌দ্ধের কথা জানান। হাসপাতা‌লের সামনে ব্রি‌জের ওপর গি‌য়ে দে‌খি, তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন। কিন্তু কোনো কথা বল‌তে পার‌ছেন না। ম‌নে হচ্ছে প্রতিবন্ধী। চি‌কিৎসার জন‌্যই হয়তো হাসপাতা‌লে এসেছিলেন।’

বৃদ্ধকে নজ‌রে প‌ড়ে‌নি বলে দাবি করলেন গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রা‌জী। তিনি ব‌লেন, ‘ওই বৃদ্ধ হাসপাতা‌লে ভ‌র্তি হ‌তে চে‌য়েছিলেন, এমন কথা ঠিক নয়। এছাড়া, হাসপাতা‌লের মূল গে‌টের সাম‌নে নয়, পা‌শের আরেকটি গে‌টের ব্রি‌জের ওপর তিনি শুয়ে আছেন। ফেসবু‌কে দে‌খে‌ছি। ওই গেট‌ সবসময় বন্ধ থাকে। এরপরও বিষয়‌টি দেখা হ‌বে।’

গোপালপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. পার‌ভেজ ম‌ল্লিক বলেন, এ বিষয়ে হাসপাতা‌লকে প্রয়োজনীয় ব‌্যবস্থা নিতে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840