সংবাদ শিরোনাম:
নলিন বাজারে ভূমি অধিগ্রহণ বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন

নলিন বাজারে ভূমি অধিগ্রহণ বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইল জেলার গোপালপুর -ভুঞাপুর উপজেলার নলিন বাজারে জেলা প্রশাসক, টাঙ্গাইল কর্তৃক সম্পত্তি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে সোমবার (২৫ মার্চ ) বেলা ১১টায় মানববন্ধন করেছে নলিন বাজারের ব্যবসায়ী এবং
নলিন, শাখারিয়া ও জগৎপুরা গ্রামের হাজারো নারী ও পুরুষ।
স্থাবর ভূমি মালিকগনের আয়োজনে মানববন্ধনে বক্তারা দাবি করেন, নলিন হাটের পশ্চিম পাশে যমুনা নদীর তীর ঘেষে সরকারের অধিগ্রহণ করা ভূমি রয়েছে। যা ইতিপূর্বে সড়ক ছিলো , যমুনা নদী ভাঙ্গনে সড়কটি বিলীন হলে নলিন হাটের মধ্যে সড়ক  বানিয়ে চলাচল শুরু হয়। এখন সেখানেই ভূমি অধিগ্রহণের চেষ্টা চলছে।
হাটের মধ্যে সড়কের জন্য ভূমি অধিগ্রহণ করলে ঐতিহ্যবাহী বৃহত্তর হাটটি ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও ভূমির মালিকরাও ক্ষতিগ্রস্ত হবেন। তাই নতুন করে ভূমি অধিগ্রহণ না করে, পূর্বের অধিগ্রহণ করা জমিতে সড়ক নির্মাণ করতে জেলা প্রশাসক ও সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা এই অধিগ্রহণ বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান রওশন খান আইয়ুব,নলিন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম খান সোমেশ ও সেক্রেটারি হাতেম আলী খান, হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাসুদ খান নাসির, সম্মানিত সদস্য আল শাহরিয়ার শাহাদত, হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের ১নং ওয়ার্ড সভাপতি মজিবর রহমান তালুকদার, হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম, অর্জুনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রাসেল প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840