প্রতিদিন প্রতিবেদক : ঘরে বাহিরে সর্বত্র নারীদের নিরাপত্তার দাবিতে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সংগঠক ফাতেমা রহমান বিথি, সাধারণ শিক্ষার্থী রাসেল আদনান, মো.মোর্শেদ, প্রত্যয়, মো.রুহুল আমিন।
এসময় সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ফেনীতে মাদ্রাসার ছাত্রীকে শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা ও সম্প্রীতি টাঙ্গাইল শহরের স্বামীর সামনে এক গৃহবধূকে কয়েক দফায় ধর্ষণ করা হয়েছে।
যেখানে স্বামীর কাছে তার স্ত্রী নিরাপদ নয়, পিতার কাছে মেয়ে ও দাদার কাছে নাতনি নিরাপদ নয়। তাই প্রতিটি নারীর ঘরে বাহিরের নিরাপদ রাখার দাবি জানান।
পাশাপাশি টাঙ্গাইলের গণধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের ফাঁসির দাবি করেন বক্তারা।