সংবাদ শিরোনাম:
না ফেরার দেশে সালমান খানের সহ-অভিনেতা মুকুল দেব বাবা-মায়ের সঙ্গে মামার বাড়ি যাওয়া হলোনা সাফওয়ানের কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২ আহত অন্তত ১০ মধুপুরবাসীর সেই কাঙ্খিত “আলোকিত মধুপুর” বাস সার্ভিসের উদ্বোধন সিরাজগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলা: সাবেক এমপি আজিজের ৩ দনিরে রিমান্ড রাজপাহাড়’—স্নেহ ও সখের প্রতীক এক বিশাল গরু কালবেলার কালিয়াকৈর প্রতিনিধি মনিরুজ্জামান নিখোঁজ থানায় জিডি ডাকাত আতঙ্কে মসজিদে মসজিদে মাইকিং,পাড়া ও মহল্লায় সতর্ক অবস্থে এলাকাবাসী পারিপার্শ্বিকের কারণে, পড়াশুনার কারণে, দারিদ্রতার কারণে এবং  রিলেশনশিপের কারণেও অনেকেই জীবন ত্যাগ করছে : উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ টাঙ্গাইলের ঘাটাইলে মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বয়ে সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গাইলে ম্যারাথন দৌড় উপলক্ষে সংবাদ সম্মেলন

  • আপডেট : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৮৫২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে টাঙ্গাইলের বাসাইল-সখীপুরে হাফ ম্যারাথন ও মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষ্যে শুক্রবার ১২ মার্চ সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে ডেসকো বোর্ডের ডিরেক্টর ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে ডেসকো বোর্ডের ডিরেক্টর ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ লিখিত বক্তব্যে বলেন, ‘আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিনটিকে উৎসবমূখর করার জন্য আমরা কিছু যুবক বাসাইল-সখীপুরের যারা দৌড়ের সাথে সম্পৃক্ত। আমরা সখীপুর-বাসাইল রানার গ্রুপ গঠন করেছি। সেই রানার গ্রুপের পক্ষ থেকে এবং বাংলাদেশ বিডি রানার গ্রুপের সহায়তায় আমাগী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা একটি হাফ ম্যারাথন এবং মিনি ম্যারাথনের আয়োজন করতে যাচ্ছি। ইতিমধ্য সারা বাংলাদেশ থেকে ৩শ’ রানার রেজিস্ট্রেশন করেছেন। উল্লেখ সংখ্যক মেয়েরাও রেজিস্ট্রেশন করেছেন। আগামী ১৭ মার্চ এ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।’

সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের সহধর্মিনী রুনা লায়লা রুমা, ছাত্রলীগ নেতা আশরাফউজ্জামান সোহেল, আওয়ামী লীগ সামাদ হোসেন সামু প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাফ ম্যারাথন (২১ কিলোমিটার) জেলার সখীপুরের তৈলধারা-গড়বাড়ি থেকে শুরু হয়ে ইন্দারজানি-চাটানপাড়া, ইন্দারজানি-গড়বাড়ি, তৈলধারা-মহানন্দনপুর মহিলা কলেজ সড়ক হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হবে। মিনি ম্যারাথন (১০ কিলোমিটার) তৈলধারা-গড়বাড়ি থেকে শুরু হয়ে তৈলধারা-মহানন্দনপুর, মহিলা কলেজ সড়ক হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হবে। সেখানে আলোচনা সভায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme