প্রতিদিন প্রতিবেদক : আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের উপর হামলা ও ফিলিস্থিনি মুসলিম গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ ও মানববন্ধন করেছে খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখা।
শুক্রবার বেলা দুপুর দুইটায় জু’মার নামাজ শেষে টাঙ্গাইল পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।
পরে ফিলিস্থিনিতে মুসলিমদের উপর ইসরাইলের বর্বোরচিত হামলা এবং গণহারে মুসলিম হত্যার প্রতিবাদ নিন্দা জানিয়ে ফিলিস্তিনসহ সকল মুসলিমের শান্তি কামনায় দোয়া-মোনাজাত করেন খেলাফত মজলিস।
এরআগে বিক্ষোভ মানববন্ধনে বক্তারা আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের উপর হামলার তীব্র নিন্দা ও ফিলিস্থিনি মুসলিম গণহত্যা বন্ধের দাবি জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।
এতে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি হাফেজ নুর হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, যুগ্ম- সম্পাদক গোলাম মোর্শেদ খান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরান আসাদ প্রমূখ।