মধুপুরে প্রাণিসম্পদ প্রদশর্নী অনুষ্ঠিত

মধুপুরে প্রাণিসম্পদ প্রদশর্নী অনুষ্ঠিত

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : ‍পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদশর্নীর আয়োজন” এই স্লোগানকে সামনে রেখে মধুপুর উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটোরিনারি হাসপাতাল মধুপুরের আয়োজনে এবং প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রানিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

৬ জুন শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাছির, মহিলা ভাইস চেয়ারম্যান ষষ্ঠীনা নকরেক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান, প্রানিসম্পদ কর্মকর্তা হারুনর রশিদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন।

এতে উপজেলার বিভিন্ন এলাকার খামারিগণ উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠান শেষে খামারিদের ৫ ক্যাটাগরীতে পুরস্কার বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840