সংবাদ শিরোনাম:

মধুপুরে চুরি হওয়া ৩৫০ কেজি রাবারসহ গ্রেপ্তার ১

  • আপডেট : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুর বনের সরকারি রাবার বাগান থেকে চুরি হওয়া অপরিশোধিত ৩৫০ কেজি রাবারসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পীরগাছা এলাকা থেকে এ রাবার জব্দ করা হয়।

র‌্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কমান্ডার গোলাম ফারুক এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক (৪২) একই এলাকার আমির আলীর ছেলে।

প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাবারসহ রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সরকারি রাবার বাগান অবৈধভাবে কাঁচা রাবার দীর্ঘদিন ধরে চুরি করে বিক্রি করছিলেন বলে স্বীকার করেছে।

এ ব্যাপারে মধুপুর মামলা দায়ের করা হয়েছে। পরে আব্দুল রাজ্জাককে মধুপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme