সংবাদ শিরোনাম:
মাভাবিপ্রবিতে বিতর্কে জয়ী জয়ের বিরোধী দল ‘ভগ্নমনস্কতা’ টাঙ্গাইলে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২ টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী ও অভিভাবক সমাবেশ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  মাওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার টাকা টাঙ্গাইলে বেপরোয়া গতির বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল সিএনজি যাত্রীর প্রাণ ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে লড়ছেন ;মিনা লিপি মাভাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের শরবত পান করালেন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ এসোসিয়েশন মধুপুরে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত
পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে আমাদের কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি -জোনায়েদ সাকি

পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে আমাদের কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি -জোনায়েদ সাকি

বিশেষ প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারি জোনায়েদ সাকি বলেছেন, আমরা টাঙ্গাইলের একটি কর্মসূচির জায়গা ঠিক করেছিলাম এবং পুলিশের দায়িত্ব সেই জায়গায় নিরাপত্তা দেওয়া। কিন্তু আওয়ামী লীগ সেখানে শান্তি সমাবেশ ঘোষনা করে সেখানে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে আমাদের কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। পরে পুলিশের নিকট কর্মসূচির জন্য অন্য একটি জায়গা চাইলেই পুলিশ কোন প্রকার সহায়তা করেনি বলেও অভিযোগ করেছেন তিনি। পরে বাধ্য হয়ে টাঙ্গাইলের রোড মার্চের নির্ধারিত কর্মসূচি বাতিল করে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করি।

রোববার বিকেলে অন্তর্বতীকালিন সরকারের অধীনে নির্বাচন এবং সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে রোড মার্চ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার বিরোধী দলের যেকোন ধরনের প্রতিবাদ কর্মসূচিতে বাঁধা দিচ্ছে এবং নানা ভাবে এই প্রতিবাদ কর্মসূচি বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু এই লড়াই যেভাবে চলছে এটা আমরা এগিয়ে যাবো, এ লড়াই থামবে না।

পরে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে উত্তরবঙ্গ অভিমূখে রওনা দেন তারা।

এসময় তার সঙ্গে ছিলেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840