সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে সিলেকশনের মাধ্যমে কোন শ্রমিক সংগঠন করতে দেয়া হবে না: এমপি ছানোয়ার হোসেন জোয়াহেরের আইনজীবি সনদ ও মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ছোট মনির এমপি টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের পানি-স্যালাইন-শরবত বিতরণ টাঙ্গাইলে চরম উত্তেজনার মধ্য দিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মহান মে দিবস পৃথকভাবে পালিত টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু কালিহাতীতে প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা লালমাটি যাচ্ছে ইটভাটায়, টাঙ্গাইলের পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি! ভূঞাপুর উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী, লড়াই হবে বিএনপিসহ ৪ জনের টাঙ্গাইল শহরের প্রবেশ পথে ময়লা আবর্জনার ভাগাড়, জনস্বাস্থ্য ও পরিবেশ হুমকিতে সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত
উৎসবমূখর পরিবেশে সমাপ্ত হলো ওল্ড ইজ ডায়মন্ডের তিন দিন ব্যাপী পূর্ণমিলনী অনুষ্ঠান

উৎসবমূখর পরিবেশে সমাপ্ত হলো ওল্ড ইজ ডায়মন্ডের তিন দিন ব্যাপী পূর্ণমিলনী অনুষ্ঠান

মাসুদুল হক : টাঙ্গাইল প্রতিদিন মিডিয়া পার্টনারের ব্যানারে এক মনোমুগ্ধকর সাংকৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব মূখর পরিবেশে এসপি পার্ক এলাকার যুব ও তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ওল্ড ইজ ডায়মন্ড-এর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে তিন দিন ব্যাপী পূর্ণমিলনী অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সমাপনী দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পূবের্ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ। এলাকার কৃতি সন্তান ঢাকার স্পেশাল মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী পাভেল সুইট-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সামাজ সেবক মজনু মিয়া,

মোকাদ্দেস আলী, ইমান আলী, কামাল মিয়া ও মানবাধিকার কর্মী রাশেদ খান মেনন রাসেল। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল্লাহেল মাসুদ ও ওরনি।

অনুষ্ঠানে সাবির্ক দায়িত্বে ছিলেন স্থানীয় যুবসমাজের ঐক্যবদ্ধকারী সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাসুদুল হক মাসুদ। সাবির্ক সহযোগিতায় ছিলেন স্থানীয় যুবক মাজহারুল খান সৌরভ, সুমন খান, সাদী খান, সাদ্দাম হোসেন, মো: জীবন মিয়া, খোকন মিয়া।

অনুষ্ঠান শেষে তিন দিন ব্যাপী বিভিন্ন খেলায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মহিলাদের বালিশ ও চেয়ার খেলায় পুরস্কার দেওয়া হয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাসুদুল হক মাসুদ-এর স্ত্রী মিসেস সাদিয়া ও এর বোন খন্দকার শান্তা, ফুটবলে মো: মারুফ খান, ক্রিকেটে সাগর মিয়া, খেলায় ক্যাপটেনসি পদবী দেওয়া হয় স্থানীয় মাজহারুল খান সৌরভ।

শেষে টাঙ্গাইল সহ বিভিন্ন স্থানের শিল্পীদের অংশ গ্রহণে মনমাতানো নাছ ও সংগীত পরিবেশন করা হয়। এসময় এসপি পার্ক ও এর আশপাশের এলাকায় উৎসব মূখর পরিবেশ বিরাজ করে।

দীর্ঘ দিন পর স্থানীয়দের ঐক্যবদ্ধ করে এক মিলন মেলা ও আনন্দমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায় যুব সমাজকে ধন্যবাদ জানান এলাকাবাসীরা।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840