সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

কালিহাতীতে কলেজ ছাত্রকে বখাটেদের হাতুড়িপেটা,বিচার দাবিতে সহপাঠীদের মানববন্ধন

  • আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, বাসাইল: টাঙ্গাইলের কালিহাতীতে চর নগরবাড়ী হাজী আবু হাসেম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ছাত্র ওয়ালিউল্লাহ ইসলাম জিমকে চাঁদা জন্য হাতুদি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। একাদশ শ্রেনীর মেধাবী ছাত্র জিম আশংকজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নির্যাতনকারী বখাটে স¤্রাটকে গ্রেফতার ও বিচারের দাবিতে বুধবার মানববন্ধন এবং রাস্তা অবরোধ করেছেন কলেজের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

এরআগে সোমবার কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটায় বখাটেরা। অভিযুক্ত বখাটেরা হলেন, উপজেলা নগরবাড়ী গ্রামের বখাটে স¤্রাট (২৭) ও রনি। প্রভাবশালীদের ছত্রছায়ায় বখাটে স¤্রাট ও তার সহযোগিরা বিভিন্ন অপরাধ করে থাকে।

এদিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়ক অবরোধ করে মানববন্ধন করেন কলেজের ছাত্রছাত্রীরা। ফলে সড়কে দুইপাশে যানজট লেগে যায়। থবর পেয়ে পুলিশ দ্রুত ছুটে আসে। বিচারের আশ^াস দিলে অবরোধ তুলে নেয় জিমের সহপাঠীরা।

কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বলেন, স¤্রাট এলাকার স্বীকৃত মাদকসেবী এবং বখাটে। সে প্রতিনিয়তই বিভিন্ন অপরাধ করে থাকে। সোমবার এই বখাটে কলেজে পরীক্ষা হলরুমে প্রবেশ করে মেধাবী ছাত্র ওয়ালিউল্লাহ ইসলাম জিমের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে জিমকে শরীরের বিভিন্নস্থানে এলোপাথাড়ি হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে জিমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধ্যক্ষ আরো বলেন আমাদের কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার এ ঘটনার নিন্দা ও অপরাধীদের শাস্তি চেয়েছেন।

কালিহাতীর নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ তালুকদার বলেন অভিযুক্ত বখাটে স¤্রাট এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ করে। এ ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। অপরাধীদের কঠোর শাস্তি দাবি করছি।

কালিহাতী থানার ওসি কামরুল ফারুক বলেন, বখাটে স¤্রাটের বিভিন্ন কর্মকা- জেনেছি। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme