সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

কালিহাতীতে জমি সংক্রান্ত বিরোধে আহত সাত

  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৫৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: কালিহাতীর কাগমারী পাথাইলকান্দি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে রোববার (২৬ এপ্রিল) প্রতিপক্ষের হামলায় সাত ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় ইউসুব ও নুরনবী নামে দুই হামলাকারীকে পুলিশ গ্রেপ্তার করেছেন।

আহতরা হচ্ছেন, মো. শাহ আলম (৩৮), জুয়েল (২৫), আ. বাছেদ (৪০), আবেদ আলী (৬০), নুর ইসলাম (৫৫), মোরছালিন (২০) ও আব্দুল আলীম (৩৮)। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, কাগমারী পাথাইলকান্দি গ্রামের মৃত মনসুর রহমানের ছেলে মো. শাহ আলমদের সাথে প্রতিবেশি মৃত হযরত আলীর ছেলে ফজলুল হক ও আমীর আলীদের দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল।ওই বিরোধের জের ধরে রোববার সকালে ফজলুল হক (৫৫), আমীর আলী (৬০), আক্তার হোসেন (৪০), মোস্তফা (৩৫), শাহীন (১৯), মজিবর (৩৫) গংরা দা, লাঠি, লোহার রড সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষ মো. শাহআলমের বাড়িতে হামলা চালায়। হামলায় উল্লেখিত ৭ ব্যক্তি আহত হয়।

এসময় প্রতিপক্ষের পাল্টা হামলায় ফজলুল হক ও আমীর আলীও আহত হয়। আহতদের কালিহাতী উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত মো. শাহআলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে রোববার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফজলুল হক ও আমীর আলীর নেতৃত্বে ১৬-১৭ ব্যক্তি অতর্কিতভাবে হামলা চালায়। তারা বাড়ি-ঘরের ক্ষতিসাধন করে এবং তাদের হামলায় তিনি সহ ৭জন আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয় একটি সূত্র জানায়, হামলাকারীরা চলে যাওয়ার সময় মো. শাহআলমদের পাল্টা হামলায় ফজলুল হক ও আমীর আলী আহত হয়েছেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসান আল মামুন জানান, এ ঘটনায় মো. শাহআলম বাদী হয়ে ১৬জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। হামলার অভিযোগে কাগমারী পাথাইলকান্দি গ্রামের মো. হাবেল মিয়ার দুই ছেলে ইউসুব ও নুরনবীকে গ্রেপ্তার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme