প্রতিদিন প্রতিবেদক,কালিহাতী: “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে সপ্তম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। রোববার (২ মার্চ) সকালে বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে কালিহাতী উপজেলা পরিষদ চত্ত্বরে সপ্তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, উপজেলা নির্বাচন কর্মকর্তা আর.এম শফিউল্লাহ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আসাদুজ্জামান, সহকারি নির্বাচন কর্মকর্তা মো. শেখ আশিকুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।