প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলামকে দৈনিক সংবাদ ও দৈনিক যুগধারা পত্রিকার এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
গতকাল সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম এর কার্যালয়ে উপস্থিত হয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, দৈনিক সংবাদ এর কালিহাতী উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ও দৈনিক যুগধারা’র স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং কালিহাতীর উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে তিনি রাজশাহীর বাগমারা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৫তম ব্যাচ বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়।