সংবাদ শিরোনাম:
মধুপুরে বিএনপির নেতার কারখানায় ডাকাতি। জেলা বিএনপি ঘটনাস্থল পরিদর্শন  বাসাইলে ঠিকানার উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ ওয়ালটন মিলিনিয়ার অফারের লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন টাঙ্গাইলের দুইজন অধ্যক্ষকে অবরুদ্ধ করার পদত্যাগপত্রে স্বাক্ষর  বাসাইলে ডেভিল হান্ট অপারেশন অভিযানে আ.লীগ নেতা গ্রেফতার বিলম্ব বিজু-বৈসু-সাংগ্রাই-বিষু-চাংক্রান উৎসব–২০২৫  হত্যা মামলার আসামী যুবলীগ নেতা টগর এয়ারপোর্টে আটক ধনবাড়ীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা! কালিহাতীতে রাতভর ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও ড্রেজার পাইপ ধ্বংস তামাকজাত পণ্যের মূল্য ও কর বৃদ্ধির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

কালিহাতীতে যুবদলের কমিটি বিলুপ্তির দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৮৯২ বার দেখা হয়েছে।

জাহাঙ্গীর আলম, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের কমিটি বিলুপ্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ জুলাই) দুপুরে কালিহাতী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিহাতী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসমত আলী রেজা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, লুৎফর রহমান লেলিন, যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী ও খন্দকার ইকবাল প্রমুখ। লিখিত বক্তব্যে কালিহাতী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসমত আলী রেজা বলেন, বিগত ১৫ ডিসেম্বর ৩০ দিনের মেয়াদে কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পরে উপজেলা যুবদলের সিদ্ধান্ত অনুযায়ী ৫টি টিম গঠন করা হয়। সেই টিমের মাধ্যমে ১৩ টি ইউনিয়নে ফরম বিতরণ ও উত্তোলন করা হয়। সর্বশেষ গত ২৪ জুলাই কালিহাতী উপজেলা যুবদলের সাথে জেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভায় আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবের সম্মলিত স্বাক্ষরে এবং যুগ্ম আহবায়কদের পরামর্শের ভিত্তিতে ইউনিয়ন যুবদলের কমিটি করার সিদ্ধান্ত গৃহীত হলেও গত ২৯ জুলাই মধ্যরাতে আহবায়ক ও সদস্য সচিব জেলা যুবদলের সিদ্ধান্তকে অমান্য করে ১৩টি ইউনিয়ন যুবদলের কমিটি অনুমোদন দেয়। অত্র কমিটিতে বিভিন্ন নেতাদের আর্থিক লেনদেন, আঞ্চলিক স্বজনপ্রীতি, যোগ্য ব্যক্তিদের অবমূল্যায়ন, অযোগ্যদের পদায়ন ও প্রতিহিংসা পরায়ন রাজনীতির চরম বহিঃপ্রকাশ হওয়ার কারণে এই কমিটি একান্তই তাদের ব্যক্তিগত ও পকেট কমিটি বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও টাঙ্গাইল জেলা যুবদলের কাছে কালিহাতী উপজেলা যুবদলের কমিটি বিলুপ্তি করে আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়ে প্রকৃত যুবদলের কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme