সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’

কালিহাতীতে সম্পত্তির জন্য আপন ছোট ভাইকে হত্যা করে মাটির নীচে পুতে রাখা হয়

  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৯৪ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে সম্পত্তির জন্য আপন ছোট ভাইকে হত্যা করেছে বড় ভাই সোহেল। এক বন্ধুর সহযোগীতায় ছোট ভাইকে হত্যা করে মাটির নিচে চাপা দিয়ে রাখে সে। হত্যাকান্ডের ১৩ দিন পর গত ১২ ফেব্রুয়ারী বিল থেকে ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হয়।  এরপর টাঙ্গাইল পিবিআই পুলিশ তদন্ত শুরু করলে গতকাল হত্যাকারী আপন ভাই মুকুল ও সহযোগী পরেশ চন্দ্র শীলকে গ্রেফতার করে।  আজ রোববার দুপুরে টাঙ্গাইল পিবিআই পুলিশের কার্যালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ সুপার।

টাঙ্গাইল জেলা পিবিআই পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন বলেন, গত ২৭শে ফেব্রুয়ারী হত্যাকারী সোহেল ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার হতে একটি কোদাল ও কোদালের আছারি ক্রয় করেন। এরপর হত্যা হওয়া মুকুলকে মোবাইলে জরুরী প্রয়োজন আছে বলে ডেকে আনেন পারখীতে। পরে মুকুলকে কৌশলে বিলে নিয়ে গিয়ে সোহেলের গলায় থাকা মাফলার দিয়ে মুকুলকে হত্যা নিশ্চিত করে কোদাল দিয়ে গর্ত করে সেখানে পুঁতে রেখে চলে যায়। এরপর থেকে সোহেলের মোবাইল ফোন বন্ধ করে ঘা ডাকা দেন।

এরপর টাঙ্গাইল পিবিআই পুলিশ তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে  গতকাল রাতে গাজিপুর ও ঢাকা থেকে কালিহাতী উপজেলার মৃত হানিফার ছেলে ও হত্যা হওয়া মুকুলের বড় ভাই সোহেল ও দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার দগরবাড়ি গ্রামের মৃত রমনী কান্ত শীলের ছেলে  শ্রী পরেশ চন্দ্র শীলকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া আসামী দুজনকে আজকে কোর্টে প্রেরণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme