সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ওয়ারিশ দাবি করায় ৭০ বছর বয়সী অসুস্থ বোনকে মারধরের অভিযোগ এসডিএসের ৮০০ শতাংশ জমি জাল দলিলে দখল নেয়ার অভিযোগমন্ত্রণালয়ের খাজনা নেয়ার নির্দেশনা নিয়ে টাঙ্গাইলে ব্যাপক সমালোচনা! ভূঞাপুর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা সোবহান ও অফিস সহকারী ফরিদের দুর্নীতির অভিযোগ দুদকে (১) কালিহাতীতে ইসলামী আন্দলোনের সম্মেলন অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে কাশিনগর যুব সংঘের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে

কালিহাতী উপজেলা আ’লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা কে পেটালো ইউপি সদস্য

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
  • ৮৫৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : কালিহাতী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা (৬০) কে পিটিয়ে গুরুত্বর আহত করেছে নাগবাড়ি ইউপি সদস্য মো. আয়নাল হক।

এ সময় তোতা রে রক্ষা করতে গেলে তার ছোট ভাই রফিক (৪৩) ও ভাতিজা আবীরও (১৭) কেউ এলোপাথারি মারপিট করেছেন ইউপি সদস্য ও তার সন্ত্রাসী বাহিনীরা।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার রতনগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩০ মে) কালিহাতী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান অহতরা।

স্থানীয়রা জানান, একজন ইউনিয়নের মেম্বার হয়ে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধাকে মারপিট করার বিষয় মেনে নেওয়া উপজেলাবাসীর জন্য ও মুক্তিযোদ্ধাদের জন্য লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগ ও জেলা এবং উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন উপজেলাবাসী।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা উপজেলার রতনগঞ্জ বাজারে তার ভাইয়ের দোকানে বসে ইফতার করেন।

ইফতারের পর পরই নাগবাড়ি ইউপি সদস্য মো. আয়নাল হক তার সাথে ১৮-২০ জনের একদল সন্ত্রাসী দা, চাইনিজ কুড়াল, হকিষ্টিক নিয়ে দোকানে অচমকা প্রবেশ করে তাদের এলোপাথাড়ি হামলা চালায়। এসময় বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা, তার ছোট ভাই রফিক ও ভাতিজা আবীর গুরুত্বর আহত হন।

আহত রফিক জানান, ইউপি সদস্য মো. আয়নাল হক উপজেলার একজন চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী।

ইতোপূর্বে চাঁদা না দেয়ায় আয়নাল তার উপরও হামলা চালিয়েছিল। এ বিষয়ে বিচারাধীন মামলাটি বর্তমানে রায়ের অপেক্ষায় রয়েছে।

রায়ে চাঁদাবাজদের শাস্তি হওয়ার আশঙ্কায় এ হামলা চালানো হয়েছে।

তিনি আরো জানান, তাছাড়া গত উপজেলা পরিষদ নির্বাচনে তারা আওয়ামীলীগের পক্ষে নৌকাকে বিজয়ী করতে মাঠে কাজ করেছেন।

পক্ষান্তরে আয়নাল হকরা আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন।

এ হামলার এটাও একটি কারণ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme