সংবাদ শিরোনাম:
কালিহাতীতে ইসলামী আন্দলোনের সম্মেলন অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে কাশিনগর যুব সংঘের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন টাঙ্গাইলে লাইসেন্সবিহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, থানায় মামলা

কৃষিপণ্যে সিন্ডিকেট ভাঙ্গার দাবিতে কৃষক সমাবেশ

  • আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক গোপালপুর :

পাঁচ টাকায় চারা কিনে সার, শ্রম, ঘাম ঝড়িয়ে ফুল কপি চাষ করে ২টাকায় বিক্রি করতে হচ্ছে। কৃষক যখন কিনতে যায় তখন ঠকে, বিক্রি করতে গেলেও ঠকে। এভাবে কৃষকরা সর্বশান্ত হয়। কৃষি পণ্য সিন্ডিকেটের কাছে আবদ্ধ হয়ে থাকার প্রতিবাদ করেন এবং সিন্ডিকেট ভাঙ্গার দাবি জানান। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে।

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে, সারাদেশে ৩মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় কৃষান, কৃষাণীরা কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ নিয়ে মিছিল সহকারে সমাবেশে অংশ নেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বেলা ১২টায়, হেমনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে মুঠোফোনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।

উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক মোঃ হাতেম আলী মিঞার সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান শামীম (ভিপি) । বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, বিএনপি নেতা শাহজাহান ভিপি, জাসাস সভাপতি শাহনূর আহমেদ সোহাগ, পৌর কৃষক দলের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ হেমনগর, নগদাশিমলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. খন্দকার কামরুল ইসলাম বাবু।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme