সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ১৬ সরকারি প্রতিষ্ঠানে উড়ছে না জাতীয় পতাকা টাঙ্গাইলে ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালী কালিহাতীতে আওয়ামীলীগ-সিদ্দিকী পরিবার মুখোমুখি টাঙ্গাইলের তিন উপজেলায় মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু রংপুরে শুরু হয়েছে শেখ হাসিনা অনুর্ধ্ব-১৫ টি টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে সাংবাদিক আতিক জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে ঘাটাইলে সেলাই মেশিন মার্কায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া টাঙ্গাইলে পুটিয়াজানী বাজারে দোকান ঘর ভাঙ্গচুরের অভিযোগ দেবরের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫
গোপালপুরে এক সন্তানের জননীল রহস্যজনক মৃত্যু

গোপালপুরে এক সন্তানের জননীল রহস্যজনক মৃত্যু

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে পারিবারিক কলহের জেরে গলায় ওড়না প্যাঁচিয়ে খাটের পায়ার সাথে ফাঁস লাগানো এক সন্তানের জননী রিনা বেগমের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে হাদিরা ইউনিয়নের ভাদুরীর চর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিনা রেগম ওই গ্রামের রেজাউলের ছেলে লালনের স্ত্রী। বৃহস্পতিবার সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়।

পারিবারিক সূত্র জানায়, প্রায় ছ’বছর পূর্বে লালনের সাথে নগদা শিমলা গ্রামের মোজাফর আলীর মেয়ে রিনার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ঘরে মিথিলা নামে ৫বছরের এক কন্যা আছে। বিয়ের পর থেকে স্বামীর সাথে রিনার ঝগড়া লেগেই থাকতো। যার জেরে গত ১৯ এপ্রিল রিনা তার মা আম্বিয়া বেগমকে মোবাইলে কল করে স্বামীর বাড়ী থেকে নিজ বাড়ীতে নিয়ে আসতে বলে। পরের দিন রাতে আম্বিয়া বেগম ছেলে আনোয়ার হোসেনকে মেয়ে আনতে পাঠায়। আনোয়ার রাত ৮টার দিকে বোনের বাড়ীতে গিয়ে লালনের ঘরের দরজা-জানালা বন্ধ পেয়ে রিনাকে ডাকতে শুরু করে। ডাকের সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতর আলো জ্বলতে দেখে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে লালন তার বোনকে খাটের পায়ার উপর মোড়ার উপর গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পায়। তখন তার কান্না ও ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঘরের দরজা ভেঙ্গে রাতেই রিনাকে চিকিৎসার জন্য মধুপুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভূঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নিহত রিনার মা আম্বিয়া বেগম থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840