গোপালপুরে খাস জলাশয় পুনঃখনন কাজের উদ্ধোধন

গোপালপুরে খাস জলাশয় পুনঃখনন কাজের উদ্ধোধন

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প ২য় পর্যায় (২য় সংশোধিত) এর আওতায় খাস পুকুর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

২৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে মোহনপুর কাচারীবাড়ী পুকুর প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলার ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক।

মৎস্য ও পাণি সম্পাদ অধিদপ্তর টাঙ্গাইলের বাস্তবায়নে জেলা মৎস্য কর্মকর্তা গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) সাদিয়া ইসলাম সীমা, গোপালপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবদুর রাশেদ, সিজার, রেজাউল করিম রতনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ও মৎস্য অধিদপ্তর টাঙ্গাইল বাস্তবায়নে ২০২০-২০২১ ইং-এর অর্থায়নে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় গোপালপুর উপজেলার মোহনপুর কাচারি বাড়ি খাস পুকুর ৫ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে খনন করা হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840