প্রতিদিন প্রতিবেদক,ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে উৎসব মুখর পরিবেশে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) ঘাটাইল উপজেলার পৌরসভায় রেজিস্ট্রেশন কাজ করার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, টাংগাইল জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ূর রহমান, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, ঘাটাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা জন কেনেথ রিছিল, ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ রকিবুল ইসলাম প্রমুখ।