প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ছায়ানীড় প্রকাশনীর আয়োজনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন-এর সংবর্ধনা ও প্রকাশনা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদরের কাগমারী এলাকায় ছায়ানীড় পল্লীতে উক্ত সংবর্ধনা ও প্রকাশনা অনুষ্ঠিত হয়।
বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ’র অতিরিক্ত সচিব, চেয়ারম্যান, সৈয়দ মো. নুরুল বাসির।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিক ও সমাজসেবক মো. আজগর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, গবেষক, লেখক ও সংগঠক অধ্যাপক ড. প্রকৌশলী মো. ইকবাল মাহমুদ,বাংলাদেশ ব্যাংক এর সাবেক পরিচালক ড.শামীম আরা, শিক্ষানুরাগী ও সমাজসেবী সৈয়দা রাশিদা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছায়ানীড়ের প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমান এবং সঞ্চালনা করেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান।
অনুষ্ঠানে লুৎফা আক্তার মিতা’র সম্পাদনায় “স্বপ্ন ও সংগ্রামে প্রিয় বাংলা ভাষা”,জাকিয়া পারভিন এর “গীতিমালা”, সালমা খান এর “যদি কিছু চাইতাম” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।