সংবাদ শিরোনাম:
কালিহাতীতে ইসলামী আন্দলোনের সম্মেলন অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে কাশিনগর যুব সংঘের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন টাঙ্গাইলে লাইসেন্সবিহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, থানায় মামলা

জমির মালিকদের স্বীকারোক্তি, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগ মিথ্যা

  • আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৪৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,নাগরপুর: সামাজিকভাবে ভাই বোনের বাড়ির সীমানা নির্ধারণ করে দেয়ায় উল্টো চাঁদাবাজির অভিযোগে পড়েছেন স্থানীয় বিএনপি নেতা ও ইউপি মেম্বার আব্দুর রউফ। আব্দুর রউফ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। জানা যায়, উপজেলা আরড়া গ্রামের ভাই বোন আব্দুল জলিল মিয়ার সাথে দুলা বেগমের বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের মধ্যেই জলিল মিয়া দুলা বেগমের জমির উপর বাড়ি নির্মাণ শুরু করেন। এছাড়াও সরকারি রাস্তার জায়গা দখল করে বাড়ি নির্মানের কাজ শুরু করে। বিষয়টি স্থানীয় মাতাব্বর বিএনপি নেতা ও মেম্বার আব্দুর রউফের কাছে জানান বোন দুলা বেগম। স্থানীয় মেম্বার দুইপক্ষকে নিয়ে গত ৮ এপ্রিল (মঙ্গলবার) শালিসী বৈঠক করেন। বিষয়টি সমাধানের জন্য জুড়িবোর্ড বসানো হয়। জুড়িবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ি দুলা বেগমের ২.৬০ শতাংশ জমি ও ঘর বাবদ ৩ লাখ টাকা নির্ধারন করা হয়। জমি না নিলে বাড়ির কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত মেনে শালিসী বৈঠক ত্যাগ করেন সবাই।

পরে বাড়ি ফিরে জলিল মিয়া বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেন। পরবর্তীতে চাঁদাবাজির বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।

এবিষয়ে বিএনপি নেতা ও মেম্বার বলেন, শালিসী বৈঠকে সাবেক ইউপি চেয়ারম্যানসহ এলাকার অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে জুড়িবোর্ডে সকলের সিদ্ধান্ত অনুযায়ি রায় হয়। এলাকার মানুষ শান্তিতে বসবাস করার লক্ষে আমার নেতৃত্বে জমির মীমাংসা করা হয়। শালিসের রায় এক পক্ষ মেনে নিলেও আরেক পক্ষ পরে মেনে নেয়নি। পরে জানতে পারি তারা আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন। এখানে চাঁদা চাওয়ার কোন প্রশ্নই আসে না।

দুলা বেগম বলেন, আমার জায়গা নিয়ে বড় ভাইয়ের সাথে ঝামেলা হয়। পরে ভাইয়ের ছেলে আমার ভাতিজা বিদেশ থেকে বলেছিল, আমাকে সাড়ে ৩ লাখ টাকা দিয়ে জমি লিখে নিবে। কিন্তু আমার ভাই অন্যের কথা শুনে ভাতিজার কথা রাখে না। জোর করে আমার জায়গার উপরে তার বিল্ডিং নির্মাণ শুরু করে দেয়। মাঝে মধ্যেই ভাইয়ের সাথে আমাদের ঝগড়া হতো। ঝামেলা হওয়ায় মাতাব্বরদের কাছে জানাই। তারপর তারা এ জায়গার মীমাংসা করে দেয়। মীমাংসা করে দেয়ার পরও আমার জায়গার উপরে আমার ভাই বাড়ির কাজ শুরু করে। বিচারের পর আবার বিল্ডিংয়ের কাজ শুরু করার কারণে মেম্বারকে জানাই। তারা এখানে এসে মীমাংসার আগে কাজ বন্ধ রাখতে বলেন। এসময় মেম্বারের সাথে ঝগড়া শুরু করে দেয় আমার ভাইয়েরা। তারপর আমার ভাই মেম্বারকে এবিষয় থেকে দূরে রাখতে তার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অপপ্রচার চালায়। আব্দুল জলিল মিয়া এবং তার ভাই খলিলের সাথে মেম্বারের কথপোকথনের একটি ভিডিওতে দেখা যায় সেখানে তারা বলছেন, মেম্বার কোন চাঁদা দাবি করেনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme